insta logo
Loading ...
×

টোটোকে ধাক্কা দিয়ে পালালো অল্টোগুরতর জখম চালক সহ বাপ,মা,মেয়ে

টোটোকে ধাক্কা দিয়ে পালালো অল্টোগুরতর জখম চালক সহ বাপ,মা,মেয়ে

নিজস্ব প্রতিনিধি, ঝালদা : অল্টো ও টোটোর মুখোমুখি সংঘর্ষ। আহত চার। সোমবারের কুয়াশা-মাখানো ভোর রাত্রে দুর্ঘটনাটি ঘটে ঝালদা গোলা রোডের গোলা ফটকের অদূরে।
স্থানীয় সূত্রে জানা যায় ঝালদা থানার ডুমুরডি গ্রামের অজয় ভগত, তার স্ত্রী সুষুমা ভগত ও কন্যা মুস্কান ভগত ট্রেন ধরতে গ্রামের নবীন সাহুর টোটোতে ঝালদা স্টেশন আসছিলেন।
ঠিক সেই সময় ভোর রাত্রে ঝালদার দিক থেকে আসা অল্টো গাড়িটি মুখোমুখি ধাক্কা মারে টোটো গাড়িটিকে। টোটোতে থাকা চালক সহ অজয় ভগত, তাঁর স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হন। প্রাতঃভ্রমণে বার হওয়া স্থানীয় মানুষজনের সহযোগিতায় ঝালদা থানায় খবর দিলে ঘটনা স্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ। তাদের উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। আঘাত গুরুতর দেখে চারজনকেই উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।
নম্বার প্লেট বিহীন অল্টো গাড়ির চালক পলাতক।
পরিবারের পক্ষ থেকে টোটো গাড়ির চালকের দাদা বীরেনচন্দ্র সাহু ঘাতক গাড়ির চালককে চিহ্নিত করে সাজা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখন প্রচন্ড গতিতে ছুটছে দুইচাকা ও চার চাকার গাড়ি। ফলে রোজই ঘটছে এরকম দুর্ঘটনা। প্রশাসন কড়া হাতে দমন করুক এদের। ঝালদা থানার পুলিশ ঘাতক গাড়ির সন্ধান শুরু করেছে।

Post Comment