insta logo
Loading ...
×

বরাবাজারে হামলার অভিযোগ, জখম এক

বরাবাজারে হামলার অভিযোগ, জখম এক

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার: শবর জনজাতির এক ব্যক্তির
ওপর হামলার ঘটনা ঘটলো। রবিবার পুরুলিয়ার বরাবাজার থানার নিশ্চিন্তপুরে এই ঘটনা ঘটে। জয়দেব শবর নামে নিশ্চিন্তপুরের বাসিন্দা শুকদেব শবরকে ধারালো অস্ত্র দিয়ে
হামলা চালায় বলে অভিযোগ। জখম শুকদেবকে বরাবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিযোগের সঙ্গে সঙ্গে মামলা রুজু করে পুলিশ।

Post Comment