insta logo
Loading ...
×

যুবকের মৃত্যু, খুনের অভিযোগে ধৃত মা,আটক মেয়ে

যুবকের মৃত্যু, খুনের অভিযোগে ধৃত মা,আটক মেয়ে

নিজস্ব প্রতিনিধি, হুড়া:

মেয়ের প্রেমিককে খুনের অভিযোগে গ্রেফতার প্রেমিকার মা। ঘটনায় আটক ওই নাবালিকা প্রেমিকাও। ধৃতের নাম জবা হাঁসদা। বাড়ি হুড়া থানার তেঁতুলাডি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২১ মার্চ দুপুরে গ্রামের অদূরে আম বাগান থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় ধগোড়া গ্রামের সঞ্জিত টুডুকে ঝুলতে দেখা যায়। সোমবার মৃতের আত্মীয় সর্বেশ্বর হেমব্রম হুড়া থানায় একটি খুনের অভিযোগ দায়ের করে পুলিশকে জানান এক কিশোরীর সঙ্গে সঞ্জিতের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক মেনে নিতে পারেনি প্রেমিকার মা। ফলে তাকে খুন করা হয়েছে । অভিযোগকারীর দাবি, ঘটনার দিন দুপুরে ওই আমবাগান থেকে জবা ও তার মেয়েকে এক প্রতিবেশী ছুটে পালাতে দেখেছে।
পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে নেওয়া হয়েছে পদক্ষেপ।বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। অন্যদিকে এদিনই জুভেলাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হয় আটক কিশোরীকে।

Post Comment