insta logo
Loading ...
×

পুকুর ভরাট, উত্তেজনা ঝালদায়

পুকুর ভরাট, উত্তেজনা ঝালদায়

নিজস্ব প্রতিনিধি , ঝালদা :

পুকুর ভরাট করে চড়া দামে জমি বিক্রি করতে চাইছে জমি মাফিয়ারা। এমন অভিযোগ জমা পড়লো ঝালদা ১ নং ব্লকে। বিডিও- র হস্তক্ষেপে স্থগিত হল ভরাটকরণ। জমি মালিক অভিযোগ অস্বীকার করছেন। ঘটনা ঝালদা ১ নম্বর ব্লক লাগোয়া জমি ঘিরে। স্থানীয় অমিরুদ্দিন কাজি, শেখ সিরাজ, প্রকাশ চন্দ্র মাহাত সহ কয়েকজন ঝালদা ১ নং ব্লক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়ে বলেন, জমিটি দীর্ঘদিন ধরে পুকুর হিসাবে রয়েছে। জমি মাফিয়ারা জমিটি ভরাট করে চড়া দামে বিক্রি করতে চাইছে।
ঝালদা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ হুসেন আহমেদ বলেন, “জমিটি ব্লক এলাকার মধ্যে রয়েছে। এই জমিটিতে বিভিন্ন সময় পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত থেকে পুকুর খননের কাজও হয়েছে। তারপরও জমি মাফিয়ারা জমিটি ভরাট করে বিক্রি করতে চাইছে। এমন খবর পাওয়ার পর বিডিও সাহেবের হস্তক্ষেপে ভরাট স্থগিত করা হয়েছে।”


অভিযোগকারীদের মধ্যে শেখ সিরাজ ও ফেকনরাম মাহাতোর দাবি, “ঝালদা ব্লকের পাশে যে পুকুরটি রয়েছে সেটা যেন পুকুরই থাকে। সেটা যেন বোজানো না হয়। এই দাবি নিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন জানিয়েছি। ” এদিকে জমি মালিক লক্ষ্মীরাম মাহাত বলেন, “অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। জমিটি বাইদ গোত্রের জমি। বহুদিন চাষআবাদ করে এসেছি। কিছুদিন চাষ করিনি তাই জল জমে রয়েছে। জল জমলেই কি পুকুর হয়ে যায়। বর্তমানে আমার থাকার জমি কম। তাই চাইছি বাড়ি নির্মাণ করবো। ককয়েকজন মিথ্যা অভিযোগ করে তা আটকাতে চাইছে।”
ঝালদা ১ নং ব্লকের বিডিও মদনমোহন মুর্মু বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

Post Comment