নিজস্ব প্রতিনিধি, বরাবাজার :
তিন শিশুকন্যা সহ এক মহিলাকে তাড়িয়ে দেওয়া হলো শ্বশুরবাড়ি থেকে। এমন মারাত্মক অভিযোগ উঠল স্বামী ও সতীনের বিরুদ্ধে।
নির্যাতিতা মহিলার অভিযোগ, ২০১৮ সালে তার বিয়ে হয়। একে একে জন্ম নেয় তিনটি শিশুকন্যা। স্বামী অন্য এক যুবতীর সঙ্গে বিবাহ বহির্ভূত সর্ম্পকে জড়িয়ে পড়ে। সেই অবৈধ সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে বলে স্ত্রী। চাপ দেন তার বাবাও। কিন্তু তার পরেও তাদের সম্পর্ক বিচ্ছিন্ন তো হয়ইনি উপরন্তু সম্প্রতি ওই যুবতীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে বলে অভিযোগ। এরপরই প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের উপর অত্যাচার শুরু হয়। শুক্রবার রাতে ওই মহিলা ও তার তিন সন্তানকে স্বামীর প্ররোচনায় শ্বশুরবাড়ি থেকে তাকে তাড়িয়ে দেয় সতীন।
পুরুলিয়ার বরাবাজার থানার সরবেড়িয়া গ্রামের এই ঘটনায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শনিবার একটি বধূ নির্যাতনের মামলা রুজু করে তদন্তে নেমেছে বরাবাজার থানার পুলিশ।
Post Comment