নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান: বিসর্জনের সময় একটি দোকান ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জঙ্গলমহল বান্দোয়ানে। সোমবার দুপুরে বান্দোয়ানের চিলা গ্রামে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সমীর দত্ত, বিবেকানন্দ পাল, মানিক বাউরি, নিরোদবরণ দে। তাদের বাড়ি বান্দোয়ানের চিলা গ্রামে। মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া আদালতে তোলে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিলা সার্বজনীন পুজো মন্ডপের পাশের একটি জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। ওই দিন পুজোর বিসর্জন চলার সময় ওই ব্যক্তির দোকানে হামলা চালায় গ্রামের বেশ কিছু বাসিন্দা বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় উনুন। ছড়িয়ে দেওয়া হয় দোকানের জিনিসপত্র। ভেঙে দেওয়া হয় বাড়ির দরজাও। এই ঘটনায় পুলিশকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। ফলে পুলিশ বাধ্য হয়ে মৃদু লাঠি চার্জ করে। দোকানের মালিক সুজিতকুমার দত্ত বলেন, “আমাদের একটি জমিকে জোর পূর্বক ভাবে দখল করার চেষ্টা করেছিল। এই নিয়ে আমাদের উপর নানা ভাবে অত্যাচার চালানো হতো। মায়ের বিসর্জন চলার সময় আমার দোকানে হামলা চালায়। জিনিসপত্র নষ্ট করে দেয়।”

বিসর্জনের সময় দোকান ভাঙচুরের অভিযোগ, বান্দোয়ানে গ্রেফতার ৪
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment