নিজস্ব প্রতিনিধি, আড়শা:
একাধিক দাবি-দাওয়াতে বিডিও-র কাছে স্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হলো আড়শায়। অঞ্চল ভিত্তিক সরকারি নায্যমূল্যে ধান ক্রয় কেন্দ্র খোলা , ১০০ দিনের কাজ চালু করা, মদ ও মাদক দ্রব্য বন্ধ করা, সটরা ও পলপল মৌজার জমি মাপ করে সকলকে কৃষক বন্ধু প্রকল্পে নিয়ে আসা সহ ৬ দফা দাবিতে শুক্রবার আড়শা ব্লকের কৃষি দপ্তরের আধিকারিক ও বিডিও-র কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক খেতমজুর সংগঠনের আড়শা ব্লক কমিটি। সংগঠনের রাজ্য কমিটির সদস্য, রঙ্গলালকুমার বলেন, “দুটি মৌজায় দ্রুত জমির মাপ ও রেকর্ড সম্পূর্ণ করা, অঞ্চলভিত্তিক ধান ক্রয় কেন্দ্র খুলে সরকারি ন্যায্য মূল্যে ধান কেনার ব্যবস্থা করা সহ ছ’দফা দাবিতে আড়শার বিডিও ও ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি গুলো অবিলম্বে পূরণ না হলে বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি দেন তিনি। আড়শা ব্লকের বিডিও গোপাল সরকার জানান, দাবিপত্র পেয়েছি।









Post Comment