insta logo
Loading ...
×

সারা ভারত কৃষক খেতমজুরের স্মারকলিপি আড়শায়

সারা ভারত কৃষক খেতমজুরের স্মারকলিপি আড়শায়

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

একাধিক দাবি-দাওয়াতে বিডিও-র কাছে স্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হলো আড়শায়। অঞ্চল ভিত্তিক সরকারি নায্যমূল্যে ধান ক্রয় কেন্দ্র খোলা , ১০০ দিনের কাজ চালু করা, মদ ও মাদক দ্রব্য বন্ধ করা, সটরা ও পলপল মৌজার জমি মাপ করে সকলকে কৃষক বন্ধু প্রকল্পে নিয়ে আসা সহ ৬ দফা দাবিতে শুক্রবার আড়শা ব্লকের কৃষি দপ্তরের আধিকারিক ও বিডিও-র কাছে স্মারকলিপি দিল সারা ভারত কৃষক খেতমজুর সংগঠনের আড়শা ব্লক কমিটি। সংগঠনের রাজ্য কমিটির সদস্য, রঙ্গলালকুমার বলেন, “দুটি মৌজায় দ্রুত জমির মাপ ও রেকর্ড সম্পূর্ণ করা, অঞ্চলভিত্তিক ধান ক্রয় কেন্দ্র খুলে সরকারি ন্যায্য মূল্যে ধান কেনার ব্যবস্থা করা সহ ছ’দফা দাবিতে আড়শার বিডিও ও ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি গুলো অবিলম্বে পূরণ না হলে বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি দেন তিনি। আড়শা ব্লকের বিডিও গোপাল সরকার জানান, দাবিপত্র পেয়েছি।

Previous post

একাধিক দাবিতে বাঘমুন্ডিতে কর্মীসভা ও মিছিল ফরওয়ার্ড ব্লকের

Next post

‘চার্জশিট’-এ মুখোশ গ্রামের বঞ্চনার কথা, অথচ চড়িদাগ্রামের নামেই ভুল! শাসক থেকে শিল্পী ও সাধারন মানুষের প্রশ্ন এ কেমন ‘চার্জশিট’ বিজেপির?

Post Comment