নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
কাশ্মিরে জঙ্গি হামলায় নিহত আইবি অফিসার মনীশ রঞ্জন মিশ্রর বাড়িতে এলেন ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা
আজসু দলের প্রধান সুদেশ মাহাতো। শনিবার মনীশরঞ্জনের বাড়িতে এসে সমবেদনা জানান তিনি। কথা বলেন মনীশের বাবা মঙ্গলেশ মিশ্র-র সঙ্গে। জড়িয়ে ধরেন প্রয়াত আইবি অফিসারের ১২ বছরের ছেলে সমৃদ্ধকে। তার কাছে জানতে চান কী ভাবে ঘটেছিল ঘটনাটি। বড়োজোর কিছুক্ষণ কথা বলতে পারে সে। তারপরই হাউমাউ করে কেঁদে ওঠে। এনডিএ শরিক আজসু সুপ্রিমো ওই পরিবারকে জানান, জঙ্গী দমনে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ শুরু করেছে। তিনি এবং তাঁদের দল পরিবারটির পাশে রয়েছেন।
Post Comment