নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া :
সরকার নির্ধারিত মূল্যে বীজ, সার মিলছে তো? ডিলারের দোকানে হানা দিলেন কৃষি আধিকারিক। অভিযান হয় বৃহস্পতিবার। নিতুড়িয়া ব্লকের কৃষি আধিকারিক পরিমল বর্মন এদিন পারবেলিয়া ও সরবেড়িয়ার তিনটি ডিলারের দোকানে হানা দেন।তিনি বলেন, ” ধান কাটা হয়ে গেলেই বিভিন্ন ধরনের সবজি চাষের সাথে সাথে তৈলবীজ হিসাবে সরষে চাষের পরিকল্পনা নেন কৃষকেরা। ফসলের বীজ, বিভিন্ন প্রকার সার, কীটনাশক কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে পাচ্ছেন কিনা তা দেখতেই পরিদর্শন চলে।”
প্রতি বছর প্রাক শীতে নিতুড়িয়া ব্লক কৃষি দপ্তর সরকারি লাইসেন্সপ্রাপ্ত ডিলারদের দোকানে গিয়ে বিষয়গুলি সম্পর্কে যাচাই করে। সঙ্গে সঙ্গে প্রতিটি উপকরণের নমুনা সংগ্রহ করে বিভিন্ন গবেষণাগারে পাঠিয়ে তা যাচাই করা হয়। চাষিরা যাতে ঠিক ঠিক গুণমানের উপকরণ পান তাই কৃষি দপ্তর এই পদক্ষেপ নেয়।
Post Comment