insta logo
Loading ...
×

পুকুর থেকে উঠে এসে নন্দী বাড়িতে মা জগদ্ধাত্রীর অধিষ্ঠান, চোখ টানছে সাবেকিয়ানা

পুকুর থেকে উঠে এসে নন্দী বাড়িতে মা জগদ্ধাত্রীর অধিষ্ঠান, চোখ টানছে সাবেকিয়ানা

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

পুকুর থেকে উঠে এসে মা জগদ্ধাত্রী বাড়িতে অধিষ্ঠান করেছিলেন। সময়টা ছিল বাংলা ১৩৭৩ সাল। তখন থেকেই পুরুলিয়া শহরের নন্দী পরিবারে মা জগদ্ধাত্রীর আরাধনা হয়ে আসছে। এবার ওই পুজো ৫৯ বছরে পড়ল। পরিবারের বরিষ্ঠ সদস্য তপনকুমার নন্দী বলেন, ” নন্দী পরিবারের গুরুদেব স্বামী কৃষ্ণনন্দ মহারাজ তাঁর মন্ত্র শিষ্য স্বাত্মানন্দ মহারাজ বলেছিলেন, পুকুর থেকে মা জগদ্ধাত্রী উঠে এসে বাড়িতে অধিষ্ঠান করেছেন। এরপরে বাংলা ১৩৭৩ সাল থেকে এই পুজো হয়ে আসছে। ” এই পরিবারের মেয়ে স্বাতী দত্ত বলেন, ” নবমী পুজোয় মাকে অন্ন ভোগ দেওয়া হয়।” এখানে সপ্তমী, অষ্টমী, নবমী একদিনে পুজো হয়ে থাকে। সপ্তমীতে বারি এনে শুরু হয় পুজো। মায়ের মূর্তি একেবারে সাবেকিয়ানা। আর সেই সাবেকিয়ানা মাকে দেখতেই সকাল থেকেই ভিড় জমেছিল ওই নন্দী পরিবারে। এই পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় দূরদূরান্তে থাকেন। জগদ্ধাত্রীর আরাধনায় তারা সকলেই একসাথে মিলিত হন। পুজো পাঠের সঙ্গে চলে দেদার খাওয়া-দাওয়া। একেবারে দুর্গাপুজোর আবহতেই মা জগদ্ধাত্রীর আরাধনা হয় এই নন্দী পরিবারে। এখানেও হলো কুমারী পুজো।

Post Comment