insta logo
Loading ...
×

৬০ বছর পর কাঁসাই নদীর বুকে পাথরের ডেলি!

৬০ বছর পর কাঁসাই নদীর বুকে পাথরের ডেলি!

দেবীলাল মাহাত, আড়শা: প্রায় ৬০ বছর পর কাঁসাই নদীতে দেখা মিলল পাথরের ডেলি। যা দেখতে কৌতুহলীদের ভীড় জমছে আড়শা ব্লকের বামুনডিহা এলাকায়। নদীর ওপর থেকে বালির আস্তরণ সরতেই কংসাবতী নদীর বুকে দেখা মিলল বাঁশের তৈরি ডেলির সদৃশ পাথরের কাঠামো। গ্রামবাসীরা জানান এক সময় পাথরের সন্নিকট দিয়েই মানুষের যাতায়াতের রাস্তা ছিল। তখন পাথরটি পুরোপুরি দেখা যেতো। পাথরটি নদীর বানে ডুবে গেলে আর কেউ নদী পারাপার করতেন না ।পাথরটি ছিল এলাকাবাসীর সংকেত। তবে দীর্ঘদিন ধরে পাথরটি বালির আস্তরণে ঢাকা পড়ে ছিল। বালি সরে যেতেই প্রায় ৬০ বছর পর আবার তার দেখা মিলেছে ।দেখা মিলতেই নবীন থেকে প্রবীণ সবাই ভীড় করছেন ওই পাথর দেখতে।

স্থানীয় বাসিন্দা রামপদ মাহাত, গনেশ মাহাত বলেন, “প্রায় ৬০ বছর আগে এই ডেলি পাথরটি দেখা যেতো। তারপর বালিতে ঢাকা পড়েছিল। বর্তমানে বালির আস্তরণ সরে যেতেই তার কিছুটা অংশ দেখা মিলেছে।পাথরটি ছিল পুরোপুরি ডেলির মতো গোলাকৃতি। উচ্চতা প্রায় ৭ ফুট ও ব্যাস ৮ ফুট। বর্তমান ডেলি পাথরের উপরের গোলাকৃতি অংশ ক্ষয় হয়েছে।” এই জেলায় অতীতে কংসাবতী নদী তীরবর্তী এলাকায় জৈনদের বসবাস ছিল। আড়শা ব্লকের দেউলঘাটার মতো এখানেও সুদৃশ দেউল ও মূর্তি ছিল।সেই কারনেই এলাকার নাম হয়েছিল ‘দেউলবেড়া’। ২০১৯ সালে এই ডেলি পাথরের সন্নিকটেই বালির আস্তরণ সরে যেতেই দেখা মিলেছিল টেরাকোটার ইটের প্রাচীন স্থাপত্য। তবে সেই প্রাচীন স্থাপত্য আবার বালির আস্তরণে ঢাকা পড়েছে। ৫ বছর পর এবার দেখা মিলল ডেলি পাথরের। আর তা দেখতেই ভিড় করছেন এলাকার মানুষ।

Post Comment