বিশ্বজিৎ সিং সর্দার, বরাবাজার:
বিয়ের পাঁচ মাসের মাথায় স্বামীকে ঘুমন্ত অবস্থায় খুন করার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। বরাবাজারের এই ঘটনায় শ্বশুরের অভিযোগের ভিত্তিতে
মঙ্গলবার রাতে স্ত্রী কদম ওরাং গ্রেফতার হয়। বুধবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হয়। তার পুলিশ হেফাজত হয়েছে। কিন্তু খুনের মোটিভ এখনও সম্পূর্ণভাবে স্পষ্ট নয়। তবে স্ত্রী তার স্বামীকে খুন করার অভিযোগ স্বীকার করেছেন। স্বামীর গলায় ওড়নার ফাঁস লাগিয়ে এই খুন করা হয়। বরাবাজার থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। মৃত স্বামী গত সোমবারই বাড়ি আসেন। তিনি বাইরে ইটভাটায় কাজ করতেন। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামী তার স্ত্রীকে সন্দেহ করতো। সেই ক্রোধবশতই এই খুন! পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ” স্বামীকে ঘুমন্ত অবস্থায় গলায় ওড়নার ফাঁস লাগিয়ে স্ত্রী খুন করেছে। স্ত্রী গ্রেফতার হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মৃত স্বামীর নাম ডাক্তার ওরাং (২৪)। তার বাড়ি বরাবাজার থানার বানবীর গ্রামে। গত মে মাস নাগাদ তাদের বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন সুখে-শান্তিতে কাটলেও তারপর থেকেই শুরু হয় দাম্পত্য কলহ। গত মঙ্গলবার সকালে নিজের বাড়িতেই মৃত স্বামীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের মানুষজন দ্রুত বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তারপরই পরিবারের লোকজন সমগ্র বিষয়টি বরাবাজার থানায় জানান। এই ঘটনায় মঙ্গলবার প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল। তারপর অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ।
দেখুন ভিডিও:-
Post Comment