insta logo
Loading ...
×

৩৬ ঘন্টা পার, কুমারী নদীর চর থেকে উদ্ধার তরুণীর পরিচয় মেলেনি

৩৬ ঘন্টা পার, কুমারী নদীর চর থেকে উদ্ধার তরুণীর পরিচয় মেলেনি

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

পার হয়ে গিয়েছে ৩৬ ঘণ্টা। কিন্তু এখনও কুমারী নদীর চর থেকে উদ্ধার হওয়া তরুণীর পরিচয় পাওয়া যায়নি। ফলে খুনের মোটিভ নিয়ে ধন্দে পুলিশ। তাছাড়া বৃহস্পতিবার রাত পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টও পুলিশ হাতে পাইনি।

গত বুধবার সকালে বরাবাজার থানার তসরবাঁকি ঘাটে কুমারী নদীর চর থেকে বালি খুঁড়ে বছর ২৫-র ওই অজ্ঞাত পরিচয় তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। ওই ঘটনায় স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের অভিযোগের ভিত্তিতে খুন ও প্রমাণ লোপাটের মামলা রুজু করে বরাবাজার থানার পুলিশ। তারপরেই শুরু হয় তদন্ত। তবে মৃতের পরিচয় না মেলায় তদন্তের কাজে সমস্যায় পড়েছে পুলিশ।

বৃহস্পতিবার মৃতের পরিচয় জানতে পুরুলিয়া জেলা পুলিশের একটি দল পড়শি রাজ্য ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় গিয়ে খোঁজ করে। অন্যদিকে বিশেষজ্ঞদের একটি দল এদিন টাওয়ার লোকেশন এবং টাওয়ার ডাম্প সংগ্রহ করেন। এছাড়া ঘটনাস্থলে পৌঁছানোর বিভিন্ন রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেই সঙ্গে পুলিশ ঘটনাস্থলটিকে ঘিরে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার্স ও পুলিশ।
স্থানীয় মানুষজন জানিয়েছেন, ওই এলাকাটি সন্ধ্যার পর শুনশান হয়ে যায়। কোনরকম কাজ ছাড়া ওই এলাকায় মানুষজন তেমন যায় না। তাই পুলিশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা ওই এলাকাটির সম্পর্কে আগে থেকেই জানতো। অন্যদিকে তসরবাঁকি কজওয়ের ওপর যে রক্ত পড়ে ছিল সেখান থেকে কিছু প্রশ্ন উঠেছে
তদন্তে। অন্য কোথাও খুন করে কোনো চার চাকার গাড়িতে করে ওই কজওয়ের ওখানে নামানো হয়নি তো? যার ফলে সেখানে রক্ত ঝরেছে। এছাড়া সেখান থেকে নদীর চর পর্যন্ত একাধিকজন মিলিয়ে মৃতদেহটি নিয়ে যাওয়া হয়েছে। তারপর সেখানে গর্ত খুঁড়ে দেহটি পুঁতে ফেলা হয়। জলের তোড়ে যাতে মৃতদেহটি নদীর চর থেকে বেরিয়ে না যায় তার জন্য দুষ্কৃতীরা মৃতদেহের শরীরে একটি বড় পাথর চাপা দিয়ে রাখে। ঘটনার পর একদিনের বেশি সময় পার হয়ে যাওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান ওই তরুণী জেলার বাসিন্দা নন।

Post Comment