সঞ্জয় চৌধুরি ও বিশ্বজিৎ সিং সর্দার, বরাবাজার:
বিয়ের ১০ মাসের মাথায় বরাবাজারে বধূ খুনের ঘটনা আত্মহত্যা! পুলিশ হেফাজতে থাকা স্বামী ও শ্বশুরকে জেরা করে এমন তথ্য মিলেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা।
প্রায় মাস ১০ আগে পুরুলিয়া মফস্বল থানা এলাকার বাঁধগড় গ্রামের বাসিন্দা কাবেরী রুহিদাসের সঙ্গে প্রেম করে বিয়ে করে বরাবাজারের তুমড়াশোল গ্রামের বাসিন্দা রবি রুহিদাসের। বিয়ের পর সুখে-শান্তিতেই তাদের দিন কাটছিল। কিন্তু গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার খবর পাওয়ার পরেই বরাবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে বধূর নিথর দেহ উদ্ধার করে স্থানীয় বরাবাজার গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ওই বধূকে মৃত ঘোষণা করেন। পরের দিন এই মর্মে বরাবাজার থানায় একটি খুনের অভিযোগ দায়ের করেন মৃতার বাবা ভোলানাথ দাস। যার পরিপ্রেক্ষিতে মৃতার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে স্বামী রবি ও শ্বশুর জ্যোতি রুহিদাসের ৩ দিনের পুলিশ হেফাজত হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন কাবেরী বাপের বাড়ি যাওয়ার জন্য জেদ ধরেন। ওইদিন দুপুরে খাওয়া-দাওয়ার জন্য রবি কাজ থেকে বাড়ি আসার পর তাকে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন কাবেরী। কিন্তু স্বামী তাতে রাজি না হওয়ায় অশান্তি বাঁধে। অভিমান করে থাকেন কাবেরী। স্বামী ও শ্বশুর নিজেদের কাজের জন্য
ঘর থেকে বার হয়ে গেলে কিছুক্ষণ পর ওই বধূ তার ঘরের দরজা বন্ধ করে দেন। শাশুড়ি দীর্ঘক্ষণ ডাকার পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে ছেলেকে খবর দেন। পরে দরজা ভেঙে দেখা যায় ঘরের কড়িকাঠে গলায় গামছার ফাঁস লাগিয়ে
ঝুলছেন ওই বধূ।
Post Comment