insta logo
Loading ...
×

অ্যাডভেঞ্চার ট্যুরিজমে জয়চণ্ডীর মুকুটে নতুন পালক

অ্যাডভেঞ্চার ট্যুরিজমে জয়চণ্ডীর মুকুটে নতুন পালক

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

পশ্চিমবঙ্গ ধীরে ধীরে নিজস্ব ট্রেকিং ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পরিচয়ে দেশজুড়ে নজর কাড়ছে। পাহাড়ে চড়ার প্রাথমিক প্রশিক্ষণ থেকে শুরু করে পেশাদার ট্রেকিং—এই দুই ক্ষেত্রেই রাজ্যের তিনটি পাহাড় দীর্ঘদিন ধরে বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এলাকার মাঠাবুরু এবং রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়—এই তিনটি পাহাড়ই ট্রেকিং অনুশীলনের জন্য আদর্শ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ইতিমধ্যেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়-এর মাঠাবুরু অল ইন্ডিয়া ট্রেকিং প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। তবে ট্রেকিং বিশেষজ্ঞদের একাংশের মতে, প্রাকৃতিক বৈচিত্র্য, শিলাস্তর, উচ্চতার ওঠানামা ও টেকনিক্যাল ক্লাইম্বিংয়ের দিক থেকে রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড় ভারতবর্ষের অন্যতম সেরা ট্রেকিং ও রক ক্লাইম্বিং ক্ষেত্র।
এই সম্ভাবনাকেই আরও বাস্তব রূপ দিতে শনিবার দুপুরে জয়চন্ডী পাহাড়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল একটি রক ক্যাম্প। বাংলার ট্রেকিং মানচিত্রে জয়চন্ডী পাহাড় যে আগামী দিনে আরও বড় ভূমিকা নিতে চলেছে, সে ইঙ্গিত মিলল এই রক ক্যাম্পের সূচনার মধ্য দিয়েই।

Post Comment