নিজস্ব প্রতিনিধি, আদ্রা
দু’ ‘মিনিট অন্তর অন্তর পড়ে রেল গেট । ফলে লেভেল ক্রসিং-এ আটকে থাকতে হয় বহুক্ষণ। রীতিমতো সময় হাতে নিয়ে যাতায়াত করতে হয় পুরুলিয়ার রেল শহর আদ্রায়। সেই কারনে এই শহরের দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্তে রেললাইনের ওপরে উড়ালপুল তৈরির কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে এই কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। ফলে সমস্যায় এই রেল শহরের মানুষজন। আদ্রা ডিভিশন জানিয়েছে, দ্রুততার সঙ্গে কাজ চলছে। কিন্তু এলাকার মানুষজন রেলের কাজে ক্ষুব্ধ। বেশি সমস্যায় পড়েছে এই শহরের স্কুল পড়ুয়ারা। তাদের নিত্য দিন স্কুলে যেতে বা স্কুল শেষে বাড়ি আসতে দেরি হয়। একই অবস্থা হয় প্রাইভেট টিউশনের যাওয়া-আসাতেও। সমস্যায় পড়েন রোগীরাও। আদ্রার বেনিয়াশোল এলাকার বাসিন্দা কাঞ্চন ঘোষ বলেন, ” রেলকে বলবো অবিলম্বে দ্রুততার সঙ্গে উড়ালপুলের কাজ শেষ করতে। মাঝেমধ্যে মনে হয় এই সমস্যার সমাধান যে কবে হবে কে জানে! ” লেভেল ক্রসিংয়ে আটকে পড়া এই শহরের মানুষের যে নিয়তি হয়ে গিয়েছে!
Post Comment