নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
দেশে প্রথমবার উচ্চমাধ্যমিকে অনলাইনে মিলবে অ্যাডমিট কার্ড। সেমিস্টার পদ্ধতির পরীক্ষার ফল প্রকাশ হবে মে মাসে, আর তার সঙ্গেই প্রকাশ করা হবে নতুন ডিজাইনের মার্কশিট। মঙ্গলবার পুরুলিয়ায় এসে এমনই ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
নিস্তারিণী কলেজের প্রেক্ষাগৃহে জেলা পর্যায়ের প্রস্তুতি-সভায় তিনি জানান, দেশের মধ্যে প্রথমবার উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতির চূড়ান্ত পরীক্ষা হতে চলেছে। তাই পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ও ফলাফল আরও স্পষ্ট করতে মার্কশিট নতুনভাবে সাজানো হয়েছে। সেমিস্টারভিত্তিক নম্বর, গ্রেড, প্রকল্প-প্র্যাকটিক্যাল, সামগ্রিক শতাংশ—সবই থাকবে একত্রে।

আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারে অনলাইন অ্যাডমিট কার্ড চালু হচ্ছে। একই সময়ে চলবে তিন ধরনের পরীক্ষা—
- চতুর্থ সেমিস্টার: সকাল ১০টা–দুপুর ১২টা
- পুরনো পদ্ধতির উচ্চমাধ্যমিক: সকাল ১০টা–দুপুর ১টা ১৫
- থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি: দুপুর ১টা–২টা ১৫ (যাঁরা থার্ড সেমিস্টারে উত্তীর্ণ হননি তাঁদের জন্য)
প্রস্তুতি-সভায় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ স্মরজিৎ মাহাতো, যুগ্ম আহ্বায়ক জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত যুগ্ম আহ্বায়ক অমিত মাহাতসহ জেলার ৭৪টি পরীক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং স্কুল পরিদর্শকেরা।
পরীক্ষা শৃঙ্খলায় কোনওরকম ছাড় নেই—প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারি, প্রবেশপথে মেটাল ডিটেক্টর, কন্ট্রোল রুমে ক্যামেরা বাধ্যতামূলক। মোবাইল, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ক্যালকুলেটর নিষিদ্ধ। শুধু সাধারণ অ্যানালগ ঘড়ির অনুমতি থাকবে।
বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় এবং প্রয়োজনে লেখক নেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্য দফতরের টিমও থাকবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সত্যকিঙ্কর মাহাতো ও বিকাশ মাহাত জানান, পুরুলিয়া জেলা অতীতে নির্ভুলভাবে পরীক্ষা পরিচালনার রেকর্ড রেখেছে। সেই ধারাই বজায় রাখতে প্রস্তুতি শুরু হয়েছে জেলাজুড়ে।











Post Comment