নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ঝালদা ২ নম্বর ব্লকের কোটশিলা থানার চিতরপুর গ্রামে বাল্যবিবাহের তোড়জোড়ের খবর পেয়েই তুরন্ত পদক্ষেপ প্রশাসনের। গোপন সূত্রে খবর পৌঁছাতেই বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামে হাজির হন চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অফিসার (সিএমপিও) অর্ণব চক্রবর্তী এবং কোটশিলা থানার পুলিশকর্মীরা।
অভিযোগের ভিত্তিতে মেয়েটির বয়স যাচাইয়ে নামে প্রশাসন। নথিপত্র খতিয়ে দেখতেই স্পষ্ট হয়—মেয়ের বয়স এখনও আঠারো হয়নি। পরিবারের পক্ষ থেকেও সেই তথ্য স্বীকার করা হয়। তার পরেই অভিভাবকদের সতর্ক করে বুঝিয়ে দেওয়া হয় বাল্যবিবাহ নিষিদ্ধ আইন (২০০৬) অনুযায়ী সম্ভাব্য শাস্তির কথা।
শেষপর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপেই থামে বিয়ের প্রস্তুতি। লিখিত অঙ্গীকারপত্রে পরিবার জানায়, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনওভাবেই বিয়ে দেবে না তারা। পাশাপাশি স্থানীয় মানুষজনকেও এদিন বোঝানো হয় বাল্যবিবাহের সামাজিক ক্ষতি ও আইনি পরিণতি।











Post Comment