insta logo
Loading ...
×

পুরুলিয়ার বাজারে হানা দিলো প্রশাসন, দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি

পুরুলিয়ার বাজারে হানা দিলো প্রশাসন, দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

শহরের বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার যৌথ অভিযান চালালো জেলা প্রশাসন। জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি বিপণন দফতর, মেট্রোলোজি এবং ফুড সেফটি দফতরের সমন্বিত দল সকাল থেকেই পুরুলিয়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ বাজারে হানা দেয়।

অভিযানে আধিকারিকরা সবজি, মাছ, মাংস, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর স্টল পরিদর্শন করেন। পাইকারি ও খুচরো বাজারের দামের তুলনামূলক বিশ্লেষণ করে দেখা হয় কোথাও অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কি না। বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়—অযৌক্তিকভাবে দাম বাড়ালে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

শীতের মরশুমে লাউ, কুমড়ো, টমেটো, ঝিঙে, ভেন্ডি, বেগুন, কাঁচালঙ্কা সহ অধিকাংশ সবজির দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি আদা, রসুন, পিয়াঁজ ও মাছ-মাংসের বাজারেও দামের ওঠানামা অব্যাহত। প্রশাসনের দাবি, মোটের উপর দাম নিয়ন্ত্রণে থাকলেও প্রতিদিন ওঠানামা হচ্ছে, যা নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

এগ্রিমার্কেটিং অফিসার ভবেশ সিংহ দাস বলেন, “বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রুখতেই এই অভিযান। নিয়মিত নজরদারি থাকলে দাম স্থিতিশীল রাখা সম্ভব।”

রাজুলাল বাউরি নামের এক ক্রেতা বলেন, “অভিযানের দিন দাম কমে গেলেও কয়েক দিনের মধ্যেই আবার আগের পরিস্থিতি ফিরে আসে।
একদিনের অভিযান নয়, এমন নজরদারি নিয়মিত হোক। তাহলেই বাজারদর নিয়ন্ত্রণে থাকবে।”

Post Comment