নিজস্ব প্রতিনিধি, ঝালদা: আদিবাসী কুড়মি সমাজের বৈঠক হলো ঝালদা ১ নম্বর ব্লকে। বুধবার ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ স্কুল মাঠে ওই সাংগঠনিক বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে খুব শীঘ্রই সম্মেলনের মধ্য দিয়ে ব্লক কমিটি নতুন ভাবে তৈরি করা হবে। আদিবাসী কুড়মি সমাজ ফি বছর নেগাচারি ধরম জুড়ুয়াহি কর্মসূচির মধ্য দিয়ে নতুনভাবে কমিটি তৈরি করে। কেন্দ্রীয় কমিটির এই কর্মসূচি এবার ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঝালদা দু’নম্বর ব্লকে মুরগুমার কেনকেচে পাহাড়ে। এই কর্মসূচিতে যেখানে দুর্বল নেতৃত্ব রয়েছে তা পরিবর্তন করা হয়। পাশাপাশি আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়ে থাকে। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা ( প্রধান নেতা) অজিতপ্রসাদ মাহাতো বলেন, ” ঝালদা এক নম্বর ব্লকে সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি তৈরি হবে। আমাদের নেগাচারি ধরম জুড়ুয়াহি রয়েছে আগামী বছরের ৫ ও ৬ ফেব্রুয়ারি।”
Post Comment