insta logo
Loading ...
×

পুরুলিয়ায় রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সমাজসেবা শিবিরে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ

পুরুলিয়ায় রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সমাজসেবা শিবিরে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি, হুড়া :

শিব জ্ঞানে জীব সেবার মহামন্ত্রে যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ, আজও সেই ধারা অক্ষুণ্ণ রেখেছে মিশন।

৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর—টানা তিন দিন ধরে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের অন্তর্গত গুঁদুলবাড়ি ও সংলগ্ন লাউবাড়ি গ্রামে অনুষ্ঠিত হল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রদের ৪৪তম সমাজসেবা শিবির। বার্ষিক পরীক্ষার পরই ছাত্ররা এই শিবিরে অংশ নেয়। মোট ১৫টি গৃহীত প্রকল্পের মাধ্যমে গ্রামে গৃহীত পরিকাঠামো ও পরিচ্ছন্নতা বিষয়ক নানা কর্মসূচি হাতেকলমে সম্পন্ন করে তারা।

বিজ্ঞান কেন্দ্র, যুবসমাজের প্রতিনিধিরা এবং বিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে তিনদিন ধরে পরিচ্ছন্নতা অভিযান, গ্রামীণ পরিকাঠামো পরিদর্শন, কৃষি বিষয়ক তথ্য সংগ্রহ-সহ বিভিন্ন প্রকল্পের কাজ চালিয়ে যায় ছাত্ররা। ৬ ডিসেম্বর শিবিরের শেষে গ্রামবাসীদের সঙ্গে সংক্ষিপ্ত ভোজ এবং ছাত্রদের হাত দিয়ে কম্বল বিতরণও করানো হয়।

শিবির চলাকালীন বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন হুড়া ব্লক উন্নয়ন আধিকারিক আরিফুল ইসলাম, জবড়রা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভাশিস চক্রবর্তী এবং পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত—সহ বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা ছাত্রদের উদ্যোগের প্রশংসা করে বলেন, “শিক্ষার অংশ হিসেবেই সমাজসেবাকে গ্রহণ করতে হবে।” স্বাগত ভাষণ দেন স্বামী শিবপ্রদানন্দ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্বামী জ্ঞানরূপানন্দ।

শিক্ষা ও সামাজিক মূল্যবোধ মিলিয়ে ছাত্রদের বাস্তব অভিজ্ঞতার এই মিশ্রণ পুরুলিয়ার গ্রামাঞ্চলে নতুন মাত্রা যোগ করল বলেই মত স্থানীয় বাসিন্দাদের।

Post Comment