insta logo
Loading ...
×

অভিযোগের ৫ ঘন্টার মধ্যে কেপমারির ঘটনার কিনারা

অভিযোগের ৫ ঘন্টার মধ্যে কেপমারির ঘটনার কিনারা

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া: অভিযোগের পাঁচ ঘণ্টার মধ্যে কেপমারির ঘটনার কিনারা করল পুরুলিয়া সদর থানার পুলিশ। এক ব্যক্তিকে গ্রেফতার করে উদ্ধার হয়েছে চুরি যাওয়া টাকা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মনোরঞ্জন পৈতুন্ডি। তার বাড়ি কেন্দা থানার পলমা গ্রামে। শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ৩ দিনের পুলিশ হেফাজত হয়।
শুক্রবার দুপুরে পুরুলিয়া শহরের একটি মুদিখানার থেকে এক ব্যক্তির ব্যাগে থাকা ৯২ হাজার টাকা কেপমারি হয়। গোটা ঘটনার ছবি ধরা পড়ে দোকানে থেকে সিসি ক্যামেরায়। শুক্রবার রাতে এই ঘটনায় পুরুলিয়া সদর থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করেন পাড়া থানার চুড়মী গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্র মাজী। যার পরিপ্রেক্ষিতে সদর থানার পুলিশ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। এই ঘটনার তদন্তে নেমে অভিযোগের পাঁচ ঘণ্টার মধ্যে বাসস্ট্যান্ডর যাত্রী প্রতিক্ষালয় থেকে অভিযুক্তকে পাকড়াও করে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫০ হাজার টাকা। ধৃতকে হেফাজতে নিয়ে বাকি টাকা উদ্ধারের জন্য খোঁজ চালাচ্ছে পুলিশ। দ্রুত ঘটনার কিনারা হওয়ায় পুলিশের প্রশংসা করেছেন এলাকার মানুষজন।

Post Comment