বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
ব্যবসার জন্য মুরগি কিনতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক মুরগি ব্যবসায়ী।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পুরুলিয়া মফস্বল থানার গোলামারার অদূরে লালবাজার এলাকায়।
আড়শা থানা এলাকার বাসিন্দা দীনেশ বাউরী তাঁর শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডের গামারিয়া এলাকায় পোল্ট্রি মুরগির ব্যবসা করেন। মুরগি কেনার জন্য গোলামারা যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে গোলামারার অদূরে লালবাজার এলাকায় তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বাইক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা একটি খুঁটিতে আঘাত প্রাপ্ত হয়ে ওই ব্যক্তি গুরুতর জখম হন।
স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই জখম ব্যক্তিকে নিয়ে আসা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে।
অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।










Post Comment