বিশ্বজিৎ সিং সর্দার,পুরুলিয়া:
উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে আসার পথে দুর্ঘটনা। টোটো উল্টে আহত হল দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটে সোমবার সকালে বলরামপুরের ছোটো গাদো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে বলরামপুর লালিমতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৪ ছাত্রী চন্ডিতলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তার উপর তাঁদের টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত হয় প্রতিমা দাস ও পূর্ণিমা গরাঁই নামের দুই পরীক্ষার্থী। উপস্থিত মানুষজন তাদের উদ্ধার করে নিয়ে আসেন বলরামপুর বাঁশগড় হাসপাতালে।
উন্নত চিকিৎসার জন্য তাদের পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ হাসপাতালের বেডেই ওই দুই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করে দেন। দুই ছাত্রীর পরিবার জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন তাদের।
উচ্চমাধ্যমিক পরীক্ষার পর্যবেক্ষক দলের যুগ্ম আহ্বায়ক সত্যকিঙ্কর মাহাতো জানান ” ওই দুই ছাত্রী যাতে ভালো ভাবে পরীক্ষা দিতে তার জন্য ব্যবস্থা করা হয়। এছাড়া তারা যেভাবে আহত হয়েছে তা বিচার করে পরীক্ষার জন্য অতিরিক্ত সময়ও দেওয়া হয়। বর্তমানে ওই দুই ছাত্রী পুরুলিয়া দেবেন মাহাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”
Post Comment