insta logo
Loading ...
×

পুরুলিয়ায় SIR-এ দলের কাজে অসন্তুষ্ট অভিষেক

পুরুলিয়ায় SIR-এ দলের কাজে অসন্তুষ্ট অভিষেক

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে পুরুলিয়ার পারফরম্যান্সে যে দলীয় নেতৃত্ব সন্তুষ্ট নন, তা সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, ভোটাররা বিএলও-র কাছে ফর্ম জমা দিলেও, তৃণমূলের বিএলএ–২-র মাধ্যমে সেই তথ্য দিদির দূত অ্যাপে আপলোড না হওয়ায় গরমিল তৈরি হচ্ছে। কোন শাসকদল-সমর্থিত ভোটারের নাম কমিশনে নথিভুক্ত হল, আর কারটা হল না— তার কোনও হদিশই মিলছে না দলের কাছে।

এদিন ভার্চুয়াল বৈঠকে ব্লক ধরে ধরে খারাপ কাজের হিসেব তুলে ধরেন অভিষেক। মানবাজার ১, পাড়া, ঝালদা ২, নিতুড়িয়া, পুরুলিয়া ১ ও ২— এই ছ’টি ব্লকের কথা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। দোষ চাপান সংশ্লিষ্ট ব্লক ইনচার্জদের ঘাড়ে। বার্তা— দায়িত্বে থাকলে দায়িত্ব পালন করতেই হবে।

পুরুলিয়া ও বাঁকুড়ায় এই কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে। নির্দেশ— ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এলাকা ছেড়ে নয়। জেলা সদর ও ব্লক স্তরের ওয়ার রুম ঘুরে দেখে রিপোর্ট নিতেই হবে।

বৈঠকে অভিষেক স্পষ্ট জানান, বিধায়ক-সাংসদ, পুরপ্রতিনিধি থেকে পঞ্চায়েত স্তর— কোথাও আলস্য বরদাস্ত করা হবে না। যারা কাজ ঠিকঠাক করবেন, দল ভবিষ্যতে তাঁদের পুরস্কৃত করবে। পঞ্চায়েত, সমিতি ও জেলা পরিষদের টিকিট বণ্টনেও তার ছাপ পড়বে। অন্যদিকে যারা দায়িত্ব নিয়ে গাফিলতি করবেন, তাঁদের জায়গা ছাড়তে হতে পারে। লোকসভা ভোটে শহর এলাকায় যাঁরা ভালো কাজ করতে পারেননি, তাঁদের সরিয়ে দেওয়ার উদাহরণও তুলে আনেন তিনি।

শহর পুরুলিয়ার সাংগঠনিক সমস্যার কথা আগেই উঠে এসেছে। কিন্তু এসআইআর সংক্রান্ত কাজে শহরের পারফরম্যান্স তুলনামূলকভাবে ভালো— এদিন এমনটাও বলেন অভিষেক। তবে পুরুলিয়া ১ ও পুরুলিয়া ২ ব্লকের অবস্থাকে তিনি স্পষ্টই হতাশাজনক বলে তুলে ধরেন।

বৈঠকে অভিষেক যেভাবে একে একে ব্লকের নাম নিয়ে সমালোচনায় শান দেন, তাতে অনেক নেতার মুখের রঙ পাল্টেছে বলে জানা গেছে। বৈঠক শেষ হতেই জেলার তৃণমূল নেতৃত্ব নাম নথিভুক্তকরণের কাজে ফের সক্রিয়। রাত থেকেই শুরু হয়েছে খোঁজখবর, ব্লক–বুথ স্তরে চাপ দিতে শুরু করেছে নেতৃত্ব।

Post Comment