insta logo
Loading ...
×

কেন্দায় ট্রাক্টর চুরির অভিযোগে ধৃত এক যুবক

কেন্দায় ট্রাক্টর চুরির অভিযোগে ধৃত এক যুবক

নিজস্ব প্রতিনিধি, কেন্দা :

দোকানের সামনে থেকে ট্রাক্টর চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার কেন্দা থানার পুলিশ। ধৃত সার্থক কর্মকারের বাড়ি পুঞ্চা থানার বাগদা গ্রামে। শনিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার পানিপাথর গ্রামের বাসিন্দা বিশ্বনাথ মাহাত কেন্দা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, বৃহস্পতিবার রাতে সার্থক কর্মকার আশ্রয় চাইতে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। কিন্তু পরিচিত না হওয়ায় কেউ তাকে আশ্রয় দেননি। সেই রাতে বিশ্বনাথবাবু পানিপাথর মোড়ে নিজের ট্রাক্টর রেখে বাড়ি যান। পরদিন সকালে এসে দেখেন ট্রাক্টরটি উধাও। সন্দেহের তির যায় সার্থকের দিকেই।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সার্থককে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পরিকল্পিত ভাবেই ট্রাক্টরটি চুরি করে কোথাও লুকিয়ে রাখা হয়েছে। চুরি যাওয়া ট্রাক্টর উদ্ধারে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কেন্দা থানার পুলিশ।

Post Comment