insta logo
Loading ...
×

পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মোটরবাইকে থাকা যুবকের মৃত্যু বান্দোয়ানে

পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে মোটরবাইকে থাকা যুবকের মৃত্যু বান্দোয়ানে

অমরেশ দত্ত, বান্দোয়ান :


পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আহত আরও দু’জন। রবিবার বান্দোয়ান- কুইলাপাল রাজ্য সড়কের সিরিশগোড়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের পথ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বান্দোয়ান থেকে কুইলাপাল যাওয়ার পথে সিরিশগোড়া এলাকায় একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা মেরে পড়ে যায় বাইকে থাকা ৩ যুবক। স্থানীয় মানুষজন ও বান্দোয়ান থানার পুলিশ আহতদের উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। চিকিৎসাধীন রয়েছে আরও দুই যুবক। মৃত যুবকের নাম গুরুপদ সরেন(২১)। বাড়ি বান্দোয়ানের সিন্দ্রিহুলি এলাকায়। আহত যুবকরা বান্দোয়ানের চুরকু ও বোরোর বড়কদম এলাকার বাসিন্দা।

Post Comment