insta logo
Loading ...

মহা কুম্ভ থেকে ফেরার পথে মৃত্যু যুবকের

মহা কুম্ভ থেকে ফেরার পথে মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি, বাঘমুণ্ডি :

মহা কুম্ভ থেকে ফেরার পথে মৃত্যু ১ পুণ্যার্থীর। শোকের ছায়া বাঘমুন্ডি এলাকা জুড়ে। পরিবার ও আত্মীয় স্বজনের সঙ্গে কুম্ভ মেলায় গিয়েছিলেন বাঘমুন্ডি থানার পাথরডি গ্রামের যুবক মিহির চন্দ্র রজক(৪৫)।
স্থানীয় রামচন্দ্র মাঝি জানান, “বসন্ত পঞ্চমীর পবিত্র তিথিতে সোমবার সকলেই একসঙ্গে কুম্ভ মেলায় ঘুরেছি। ভোরের দিকে পুণ্য স্নান করেছি। সোমবার দুপুরে কুম্ভ মেলা থেকে কাশি যাওয়ার পথে চরম বিপত্তি ঘটে। মাঝ রাস্তায় শৌচ কার্য সেরে মাটিতে লুটিয়ে পড়েন মিহির। তৎক্ষণাৎ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।” মঙ্গলবার ভোরের দিকে দেহ বাঘমুন্ডিতে পৌঁছালে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার দুপুরে দেহ দাহ করা হয়। মৃতের ভাই সন্দীপ রজক বলেন, দাদা তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে ছেড়ে চিরতরে চলে গেছেন। পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে। তাই প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তাঁরা।

Post Comment