নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: যমের দুয়ার নয়। বোনের দুয়ারে কাঁটা পড়ে গেল।
ভাইফোঁটার দিন-ই চিরবিদায় ভাইয়ের। রবিবার ভাইফোঁটা নিতে বাড়ি যাওয়ার পথে টামনায় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম উজ্জ্বল চক্রবর্তী (৩৯)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উজ্জল ঝাড়খণ্ডের টাটাতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। বাড়ি ধানবাদের চাষনালা এলাকায়। ভাইফোঁটা উপলক্ষে দিদির বাড়ি আসছিলেন।।আসার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় ওই যুবকের।
রবিবার সকালে উচালি গ্রামের কাছে কাঁসাই ব্রীজে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। পুরুলিয়া জি আর পি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপরই খবর দেওয়া হয় পরিবারের লোকেদের।
Post Comment