insta logo
Loading ...
×

অমৃত লাভ পুরুলিয়ার পড়ুয়াদের

অমৃত লাভ পুরুলিয়ার পড়ুয়াদের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

অমৃত ইন্টার্নশিপ প্রোগ্রামে তাক লাগিয়ে দিল পুরুলিয়ার পড়ুয়ারা। পুরুলিয়ার সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের যে সকল পড়ুয়া ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে অমৃত ইন্টার্নশিপ প্রোগ্রামে ইন্টার্নশিপের আবেদন করেছিল, পুরুলিয়ার কৃষির উন্নতিতে তারাই রাখল বিশেষ অবদান। শুক্রবার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কৃষকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন হয়। প্রায় পঞ্চাশ জন কৃষক ও পঞ্চাশ জন ইন্টার্ন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

ইন্ডিয়ান পটাশ লিমিটেড এবং ন্যাশনাল প্রোডাক্টিভিটি কাউন্সিলের যৌথ উদ্যোগে ২০২৪ সালে শুরু হয় অমৃত ইন্টার্নশিপ প্রোগ্রাম। বলা হয়েছিল ভারত সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা এর মাধ্যমে ইন্টার্নশিপ করতে পারে। এই ইন্টার্নশিপের মূল লক্ষ্য হল কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই অমৃত ইন্টার্নশিপের আবেদন করেছিল। তিন মাস ধরে ছাত্র-ছাত্রীরা পুরুলিয়ার বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। সেই সমস্ত তথ্য গুগল ফর্ম এর মাধ্যমে ইন্ডিয়ান পটাশ লিমিটেডের সাইটে আপলোড করে তারা। এর জন্য তারা ৬০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড পেয়েছে। ‌এতে যেমন ছাত্র-ছাত্রীরা উপকৃত হয়েছে, তেমনই উপকৃত হয়েছে কৃষকেরা।

Post Comment