insta logo
Loading ...
×

পুঞ্চায় বধূর রহস্য মৃ*ত্যু, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

পুঞ্চায় বধূর রহস্য মৃ*ত্যু, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:

এক বধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলার পুঞ্চা থানার আসনবনী গ্রামে । স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে বাড়ির ভেতরে ২২ বছর বয়সি বধূ বামফনি হেমব্রমকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত খবর দেওয়া হয় পুঞ্চা থানায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, প্রায় পাঁচ বছর আগে তার বিয়ে হয়েছিল। তবে পরিবারের অভ্যন্তরে কোনও অশান্তি ছিল কি না, বা অন্য কোনও অস্বাভাবিক পরিস্থিতি এই মৃত্যুর পেছনে কাজ করেছে কি না—তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।

Post Comment