নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
এবার প্রতারণার ফাঁদ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টেলিগ্রামে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে গৃহবধূকে দেওয়া হলো অতিরিক্ত লাভের টোপ। আর সেই ফাঁদে পড়ে লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হলেন পুরুলিয়া শহরের এক গৃহবধূ। রবিবার পুরুলিয়া শহরের ভাটবাঁধ এলাকার ওই গৃহবধূ পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশকে জানিয়েছেন ইন্সটাগ্রামে ‘মেসো মল’ নামে একটি বিজ্ঞাপন তিনি দেখতে পান। পরবর্তী সময়ে হোয়াটসঅ্যাপে ওই অ্যাপ বিষয়ে একটি বার্তাও পেয়েছেন। ওই অ্যাপে যুক্ত হলে তার মোবাইল নম্বরটি একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে দেওয়া হয়। ওই গ্রুপ থেকে বিভিন্ন টাস্ক দেওয়া হতে থাকে। প্রথম দিকে সেখানে বিনিয়োগ করে সেখান থেকে মুনাফাও পান ওই গৃহবধূ। ঝামেলা পাকে এর পরে। ফের তাকে কিছু টাকা বিনিয়োগ করতে বলা হয়। পূরণ করতে বলা হয় বেশ কিছু টাস্ক। হঠাৎ ওই মহিলা দেখেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকার কিছু বেশি ওই অ্যাপে বিনিয়োগ করা হয়েছে। অন্যদিকে সেই টাকা সঠিক জায়গায় জমা হয়নি বলে প্রতারকরা জানিয়ে দেন। এরপরই ওই মহিলা বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পড়েছেন তিনি।পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে একটি প্রতারণার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Post Comment