নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক পথচারীর। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়া – বরাকর রাজ্য সড়কের রঘুনাথপুর থানার রাঙামাটি মোড়ের কাছে ঘটেছে ঘটনাটি। পুলিশ জানিয়েছে মৃত যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর।
এদিন স্থানীয় মানুষজন ওই যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে খবর দেন রঘুনাথপুর থানায় । পুলিশ এসে তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । পাশাপাশি ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।









Post Comment