insta logo
Loading ...
×

অযোধ্যা বেড়াতে এসে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ১

অযোধ্যা বেড়াতে এসে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ১

বিশ্বজিৎ সিং সর্দার , হুড়া :

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে উত্তর ২৪ পরগনা জেলা থেকে আগত একটি পর্যটক বোঝাই ট্রাভেলার বাস। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল বেলা বাঁকুড়া পুরুলিয়া ‘৬০ এ’ জাতীয় সড়কের উপর হুড়া থানা এলাকায়।
অন্যকে একটি গাড়িকে ওভারটেক করার সময় ট্রাভেলার গাড়িটি অপর গাড়িটির পিছন দিকে সজোরে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে মুচড়ে যায় ওই পর্যটক বোঝাই গাড়িটি। ঘটনায় এক জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও ২ জন। মৃত পর্যটকের নাম আকাশ দাস। তার বাড়ি উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা এলাকায়।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ির এক পর্যটক সুদীপ দাস বলেন,”আমরা একটি বড় বাস এবং আরেকটি ট্রাভেলার, ওই দুটো গাড়িতে করে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থেকে অযোধ্যা বেড়াতে আসছিলাম। সকাল ছয়টা থেকে সাড়ে ছটার মধ্যে হঠাৎ আমাদের ট্রাভেলার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা পিছনে দিকে বসে ঘুমাচ্ছিলাম। যিনি মারা গিয়েছেন তিনি সামনের দিকে বসে ছিলেন। দুর্ঘটনার কবলে পড়া মাত্রই আমরা জেগে যাই এবং চিৎকার শুরু করি।”
ঘটনায় মোট আহতের সংখ্যা ৭জন। আহতদের পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

Post Comment