নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নদীর জলে নেমে তলিয়ে নিখোঁজ হয়ে গেল এক কিশোর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের উপকণ্ঠে টামনা থানার কাঁসাই নদীতে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে পুরুলিয়া পুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ১৩-র পীযূষ পান্ডে ৮ থেকে ৯ জন বন্ধুর সঙ্গে নদীতে নামে। নদীতে জলকেলি করে চলছিল মোবাইলে ভিডিও রেকর্ডিং। এরই মধ্যে জলে হাবুডুবু খেতে শুরু করে দুই বন্ধু। সহপাঠীরা একজনকে উদ্ধার করলেও অন্যজন নিখোঁজ হয়ে যায়। ঘটনার খবর পাওয়ার পর রবিবার রাতেই নিখোঁজ কিশোরের পরিবার কাঁসাই নদীতে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর এবং টামনা থানার পুলিশ। শুরু হয় তল্লাশি। রাতে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া এক ব্লকের বিডিও মনোজকুমার মাইতি। তবে রবিবার রাত পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় সোমবার সকাল থেকে সিভিল ডিফেন্স টিম স্থানীয় লোকজন নদীতে তল্লাশিতে নামে।
Post Comment