insta logo
Loading ...

অভিভাবকের ভূমিকায় এক শিক্ষিকা

অভিভাবকের ভূমিকায় এক শিক্ষিকা

অমরেশ দত্ত, পুঞ্চা:

শুধুমাত্র পাঠ্য বইয়ের সিলেবাস শেষ করা ও ক্লাস পরীক্ষা সম্পূর্ণ হলেই স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে শিক্ষিক-শিক্ষিকাদের দায়িত্ব কি শেষ? পুরুলিয়া জেলার পুঞ্চা ব্লকের বাগদা চন্দ্রকান্ত বিদ্যাপীঠে দেখা গেল এক অন্য ধরনের চিত্র। এখানে আগত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে অভিভাবকের ভূমিকায় দেখা গেল এক শিক্ষিকাকে। তিনি লৌলাড়া রাধাচরণ অ্যাকাডেমির ভূগোলের শিক্ষিকা। নাম রেখা মাহাত। লৌলাড়া রাধাচরণ অ্যাকাডেমির শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে বাগদা চন্দ্রকান্ত বিদ্যাপীঠে। মঙ্গলবার ছিল ভূগোল পরীক্ষা। তাই লৌলাড়া রাধাচরণ অ্যাকাডেমির ভূগোলের শিক্ষিকা রেখা মাহাতকে পরীক্ষা কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের উৎসাহ দিতে দেখা গেল এদিন। এ বিষয়ে শিক্ষিকা রেখা মাহাতো জানান, প্রতি বছরেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাতে আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের বিষয়ের দিন শিক্ষার্থীদের উৎসাহ দিতে এসে থাকেন। তিনি বলেন , আগামী দিনে শুধুমাত্র ভালো শিক্ষার্থী হিসেবেই নয়, সেই সঙ্গে ভালো মানুষ হয়ে উঠুক ওরা, স্কুলের নাম উজ্জ্বল করুক এটাই আমি আন্তরিকভাবে কামনা করি। শিক্ষার্থীরা বলেছে, আমাদের স্কুল একটি পরিবার। ম্যাম আমাদের মায়ের মতো, তারা আরো বলে,আমাদের স্কুলের শিক্ষক-শিক্ষিকারা খুবই যত্ন সহকারে পড়ান।

Post Comment