insta logo
Loading ...
×

পরীক্ষার প্রস্তুতিতে ছিল ত্রুটি বাড়ি ছেড়েছিল মেধাবী ছাত্র , তারপর যা হল!

পরীক্ষার প্রস্তুতিতে ছিল ত্রুটি বাড়ি ছেড়েছিল মেধাবী ছাত্র , তারপর যা হল!

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

উচ্চ মাধ্যমিকের প্রস্তুতিতে ছিল ত্রুটি। আর তাই স্রেফ আতঙ্কে মেধাবী ছাত্র ছেড়েছিল বাড়ি। অবশেষে পুলিশি তৎপরতায় উদ্ধার হল নিখোঁজ ছাত্র। মেধাবী ছাত্রের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল পুরুলিয়ার বান্দোয়ান থানার কেন্দাপাড়া গ্রামে। পুরুলিয়া জেলা স্কুলের এক মেধাবী পরীক্ষার্থী সম্পদ টুডু (১৯) রহস্য জনক ভাবে নিখোঁজ হয়ে যায় গত শনিবার। মাধ্যমিকে ৬২০ নম্বর পেয়ে প্রথম বিভাগে পাশ করেছিল সে। বর্তমানে সে বিজ্ঞান বিভাগে পুরুলিয়া জেলা স্কুলে পড়াশোনা করতো। পড়াশোনার জন্য পুরুলিয়া শহরের রামবাঁধ পাড়ায় মা ও দিদির সাথে ভাড়া বাড়িতে থাকতো সে। শনিবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার পরিবার বিষয়টি পুরুলিয়া টাউন থানায় জানালে, ঘটনার তদন্তে নেমে ওই ছাত্রের খোঁজ শুরু করেছিল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ঝাড়খণ্ডের জামশেদপুরের সাঁকচি থানা এলাকায় একটি মন্দিরে এক ব্যাক্তি সম্পদ টুডুকে দেখতে পান। প্রথমে ওই ব্যক্তি সম্পদের পরিবারকে ফোন করে জানান এবং পরে সম্পদকে সাঁকচি থানায় নিয়ে যান। এরপর পরিবারের লোকজনেরা তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। সম্পদকে ফিরে পেয়ে খুশি তার পরিবার। ‌

নিখোঁজ হওয়ার পূর্বে সম্পদের লেখা ডায়েরি এবং সম্পদের সঙ্গে কথা বলার পর জানা গিয়েছে, সে খুবই মেধাবী ছাত্র। উচ্চমাধ্যমিকে মনের মত প্রস্তুতি নিতে পারেনি সে। আর তাই কোন উপায় না পেয়ে পরীক্ষার আগে বাড়ি ছেড়ে সে চলে গিয়েছিল। সম্পদ বাড়ি ফিরে আসায় স্বস্তিতে পরিবারের সদস্যরা।

Post Comment