নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিয়ে অবশেষে নতুন দিগন্ত খুলে গেল রঘুনাথপুর ২ নম্বর ব্লকে। শুক্রবার সকালে চেলিয়ামা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নির্মিত চেলিয়ামা সুপার মার্কেট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত। ফিতে কেটে এই আধুনিক বাজার কমপ্লেক্সের পথচলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসীর মধ্যে উৎসবের পরিবেশ তৈরি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাত, রঘুনাথপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও নয়নতারা রক্ষিত, প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরি, জেলা পরিষদের সদস্য অভিজিৎ মুখোপাধ্যায় সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা।
স্থানীয় বাসিন্দাদের মতে, বাজারের অভাবে আগে দূরে যেতে হতো দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী কিনতে। নতুন সুপার মার্কেট চালু হওয়ায় একদিকে যেমন ব্যবসায়িক পরিকাঠামো উন্নত হবে, অন্যদিকে বাড়বে কর্মসংস্থানের সুযোগ।










Post Comment