insta logo
Loading ...
×

১৫ লক্ষ ব্যয়ে আড়শা হাটতলা বাজারে বসছে আচ্ছাদন

১৫ লক্ষ ব্যয়ে আড়শা হাটতলা বাজারে বসছে আচ্ছাদন

দেবীলাল মাহাত, আড়শা:

অবশেষে দাবি পূরণ। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে আড়শা হাটতলা বাজারে তৈরি করা হবে আচ্ছাদন। ফলে আর সমস্যা পোহাতে হবে না বিক্রেতাদের। সুবিধা হবে ক্রেতাদেরও। সেই কারণেই বৃহস্পতিবার আড়শা হাটতলা বাজার পরিদর্শন করেন আড়শা ব্লকের আধিকারিকরা সহ পঞ্চায়েত সমিতির সভাপতি।

অযোধ্যা পাহাড়তলিতে রয়েছে আড়শা বাজার। এলাকার মানুষের ব্যবসা- বাণিজ্যের প্রাণকেন্দ্র। ফি দিন আনাজ বাজার ছাড়া বৃহস্পতিবার বসে হাট। আনাজ বাজারে মাথার ওপর ছাউনি না থাকায় সকলেই সমস্যায় পড়েন। তাই হাটতলা বাজারে আচ্ছাদনের দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে।আড়শা পঞ্চায়েত সমিতির থেকে ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ওই আচ্ছাদন। আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি জানান, “দীর্ঘদিন ধরে হাটতলা বাজারে আচ্ছাদনের দাবি ছিল। সেই মতো ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই কাজ করা হবে। আমরা
ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে ওই বাজার পরিদর্শন করেছি। শীঘ্রই এই কাজ শুরু হবে।” এদিন পরিদর্শনে ছিলেন জয়েন্ট বিডিও রাকেশ মেটা, আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল কুমার। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় ভীষণই খুশি এলাকার মানুষজন।

Post Comment