insta logo
Loading ...
×

গাড়ির ধাক্কায় জখম অজগর

গাড়ির ধাক্কায় জখম অজগর

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার

পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বন বিভাগের বরাবাজার রেঞ্জের অন্তর্গত ফাগুডি জঙ্গলে রবিবার সন্ধ্যায় বন্যপ্রাণ উদ্ধার অভিযান চালাল বন দফতর। জঙ্গলের বুক চিরে যাওয়া রাজ্য সড়কের উপর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় একটি বিশালাকৃতি রক পাইথনকে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যার সময় রাজ্য সড়কের উপর একটি প্রায় ৬ ফুট লম্বা অজগরকে যন্ত্রণায় ছটফট করতে দেখা যায়। পথচলতি মানুষজন বিষয়টি নজরে আসতেই বন দফতরে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বনকর্মীরা সতর্কতার সঙ্গে আহত রক পাইথনটিকে উদ্ধার করেন।
বন দফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটিকে বরাবাজার রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনো দ্রুতগতির গাড়ির ধাক্কাতেই সাপটি গুরুতরভাবে জখম হয়েছে।
বন দফতরের তৎপরতায় একদিকে যেমন একটি বিরল বন্যপ্রাণীর প্রাণ রক্ষা পেল, তেমনই এই ঘটনা মানুষের উন্নয়ন ও প্রকৃতির সহাবস্থানের বাস্তব সংকটকেও সামনে নিয়ে এল।

Post Comment