নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বেড়াজালে আটকে পড়া দুই রকপাইথনকে উদ্ধার করল বনদপ্তর। পৃথক দুটি জায়গায় আটকে পড়ে দুটি পাইথনকে উদ্ধার করেন বনকর্মীরা। মঙ্গলবার সকালে পুরুলিয়া ১ ব্লকের চাকলতোড় গ্রামে পঞ্চায়েত কার্যালয়ের সামনে একটি সাপকে জালে জড়িয়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বনদপ্তরে। ঘটনার খবর পেয়ে পুরুলিয়া -পাড়া রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে এসে ৬ ফুট লম্বা ৮ কেজি ওজনের ওই রক পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে এদিন বিকালে পুঞ্চা রেঞ্জের বনকর্মীরা সরগোড়া গ্রামে বেড়াজাল মুক্ত করে ৭ ফুট লম্বা ১০ কেজি ওজনের একটি ময়াল সাপ উদ্ধার করেন বনকর্মীরা। দুটি ঘটনায় উদ্ধার হওয়া সাপ দুটি যাতে সুস্থ থাকে তার জন্য সাপ গুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Post Comment