নিজস্ব প্রতিনিধি , পুঞ্চা :
প্রবল ঝড় বৃষ্টির তান্ডবে গাছ থেকে পড়ে যায় দুটি সদ্যজাত গন্ধগোকুল শাবক। ঘটনা পুরুলিয়ার কংসাবতী উত্তর বনবিভাগের পুঞ্চা রেঞ্জের পানিপাথর বিটের রাজখন্দা গ্রামে। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে , বুধবার গ্রামের মানুষজন গাছের তলা থেকে ওই দুটি গন্ধগোকুল শাবককে উদ্ধার করেন। এরপর তারা খবর দেন বনদপ্তরে। বনকর্মীরা এসে ওই শাবক দুটিকে উদ্ধার করে নিয়ে যান। আপাতত গন্ধগোকুল শাবক দুটিকে পুঞ্চা রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। তাদের সুস্থ রাখতে সমস্ত রকম প্রচেষ্টা চালানো হচ্ছে বনবিভাগের পক্ষ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য গন্ধগোকুল বিলুপ্তপ্রায় প্রাণী বলে চিহ্নিত।
Post Comment