insta logo
Loading ...
×

আতিথেয়তাই হলো কাল, ‘বেয়াদব’ বন্দি বনদফতরের জালে!

আতিথেয়তাই হলো কাল, ‘বেয়াদব’ বন্দি বনদফতরের জালে!

নিজস্ব প্রতিনিধি, সাঁতুড়ি:

ছিল বনে-বাদাড়ে দলছুট হয়ে। সেখান থেকে এসে পড়েছিল লোকালয়ে। আর তাতেই একপ্রকার নাকানি-চুবানি খেয়ে গেলেন দুই গ্রামের মানুষ। বনদপ্তরের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে জালে বন্দি হল ‘বেয়াদব’ হনুমান। পুরুলিয়ার কংসাবতী উত্তর বনবিভাগের রঘুনাথপুর রেঞ্জের সাঁতুড়ি বিটের জিয়াথোল গ্রামের এই ঘটনায় যেন স্বস্তির নিঃশ্বাস!

বনদফতর সূত্রে জানা গিয়েছে , বেশ কয়েকদিন আগে সাঁতুড়ি থানার আমবাড়ি, জিয়াথোল গ্রামে এসে পড়েছিল দলছুট একটি হনুমান। প্রথমে গ্রামবাসীরা তাকে খাবার দিয়ে আতিথেয়তা করেন। কিন্তু কয়েকদিন পরেই ওই অতিথি তাদের নাজেহাল করে ছাড়ে।
গ্রামবাসীদের কথায়, ওই হনুমানটি ক্ষেতের সবজি নষ্ট করে দেওয়ার পাশাপশি যে-কোনো সময় ঢুকে পড়তো গৃহস্থের বাড়িতে। আর সেখানে গিয়ে রান্না করা খাবার সাবাড় করে দিত সে। একদিন বা দু-দিন নয়। টানা এক সপ্তাহ হনুমানের উপদ্রপে ঘুম ছুটে যায় ওই দুই গ্রামের মানুষজনের। অবশেষে বাধ্য হয়ে তারা বন দফতরের দ্বারস্থ হন।

বিগত কয়েকদিন ধরেই ওই ‘বেয়াদব’ হনুমানটিকে ধরার জন্য জাল নিয়ে গ্রামে যাওয়া হয়। কিন্তু তাকে ধরা যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার এক ব্যক্তির বাড়িতে খাবার খেতে ঢোকে ওই হনুমান। সেই সময় দরজার বাইরে জাল পেতে দেয় বনদপ্তর। প্রথমে জাল বন্দি হয়েও সে কোনক্রমে পালিয়ে যায়। তারপর দ্বিতীয়বারের চেষ্টায় বনকর্মীদের জালে আটকে পড়ে ওই দুরন্ত হনুমান। যেন নিস্তার পান গ্রামবাসীরা!

Post Comment