নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: ছয় বৎসরের এক বালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় এক কিশোরকে আটক করলো পুলিশ। গত শুক্রবার ১৪ বছরের ওই কিশোরকে পুরুলিয়া জুভেলাইন হোমে তোলা হয়। সেখান থেকে তাকে হুগলি কল্যাণ ভারতী হোমে পাঠানো হয়।
নির্যাতিতা বালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মেয়েটির পরিবার জানায়, ঘরের দরজা বন্ধ করে ওই বালিকাকে যৌন নিগ্রহ করে ওই কিশোর। এই ঘটনায় ওই বালিকার পরিবারকে হুমকি দেয় কিশোরের পরিবার। ওই বালিকার পরিবার বিষয়টি বাঘমুন্ডি থানায় জানালে বিধি মোতাবেক পুলিশ পদক্ষেপ নেয়।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment