বিশ্বজিৎ সিং সর্দার,বাঘমুন্ডি :
লোহার দরজা ভেঙে নিজের খিদে মিটালো বুনো হাতি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বাঘমুন্ডি থানার বাসুডি গ্রামে।
বুনো হাতির পাল হানা দেয় বাসুডি গ্রামে। বাসিন্দা আশুতোষ সিং লায়ার বাড়ির লোহার দরজা ভেঙে ফেলে। ওই বাড়িতে বস্তাতে করে মজুত ছিল ধান এবং রেশনে পাওয়া খাদ্য সামগ্রী। বন দফতরের অনুমান, খাদ্য সামগ্রীর গন্ধ পেয়ে বাড়ির দরজা ভেঙে ফেলে হাতির দল। হাতির পেট পুজোতে আশুতোষ বাবুর আনুমানিক ১০ কুইন্টাল ধানের ক্ষতি হয়েছে। লোপাট হয়ে গেছে সরকারি রেশন পাওয়া সামগ্রীও।
Post Comment