insta logo
Loading ...
×

অবরুদ্ধ ঝাড়খণ্ড – বাংলা রাজ্য সড়ক, দাপিয়ে বেড়াল হাতির পাল

অবরুদ্ধ ঝাড়খণ্ড – বাংলা রাজ্য সড়ক, দাপিয়ে বেড়াল হাতির পাল

নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

নদীতে পড়ে আহত হস্তি শাবক। আর সেই শাবক ঘিরে বুনো হাতির পাল। রবিবার রাতে কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় হাতির দলটিকে সরিয়ে অবশেষে ওই হস্তি শাবকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠাতে পারল বন দফতর।

ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কংসাবতী দক্ষিণ বন বিভাগের বান্দোয়ান ২ নং রেঞ্জের দুয়ারসিনি লাগোয়া ঝাড়খণ্ডের গালুডি থানার দুমকাকচা এলাকায়। রবিবার সকালে দুয়ারসিনি – গালুডি রাজ্য সড়কের পাশে শাবক সহ সাতটি হাতির একটি দলকে দেখতে পান এলাকার মানুষজন।

ওই দলে থাকা চারটি হাতি পাশের জঙ্গলে চলে গেলেও দুটি হাতি একেবারে রাজ্য সড়কের উপরে দাপিয়ে বেড়ায়। যাতায়াতকারী মানুষজনকেও তাড়া করে। প্রাণ ভয়ে বান্দোয়ান এলাকা থেকে ঝাড়খন্ডে সবজি বিক্রি করতে যাওয়া মানুষজন সাইকেল ,মোটর বাইক ফেলে প্রাণ হাতে নিয়ে ছুটে পালান। বেলার দিকে হাতি দেখতে উৎসুক দুই রাজ্যের মানুষজন ভিড় জমান সেখানে। হাতি তো প্রকাশ্য রাস্তায় এভাবে দাপিয়ে বেড়ায় না। আচরণে অবাক বন বিভাগের কর্মীরা পরে জানতে পারেন পার্শ্ববর্তী সাত গুড়ুম নদীতে একটি হস্তিশাবক জলে পড়ে গিয়েছে। দীর্ঘক্ষণ চেষ্টা করার পর হাতির মা ও তার সঙ্গীরা ওই শাবকটিকে উদ্ধার করলেও সে নেতিয়ে পড়ে।

আর নদীতে শাবক রয়েছে, তাকে পাহারা দিতেই রাজ্য সড়কে হাতির দলটির দাপাদাপি।রবিবার রাতে কয়েক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় হাতির দলটিকে সরিয়ে অবশেষে ওই হস্তি শাবকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠাতে পেরেছে ঝাড়খণ্ড বন দফতর।

Post Comment