নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
মেলা তো কতই হয়। আর এ তো পুরুলিয়ায় মেলার মরশুম। রাস মেলা টিকে আছে এখনও। সদ্য তুফান তুলেছিল খাদি মেলা। বইমেলা পার হয়ে গেল৷ আর পুরুলিয়া জেলা জুড়ে এখন টুসু আর মাঘী মেলার ধুম। এসবের বাইরে একেবারে অন্য ধরনের এক মেলা আয়োজিত হতে চলেছে বৃহস্পতি ও শুক্রবার। পুরুলিয়া সৈনিক স্কুলের সামনের মাঠে। আরও বলা ভালো সিধো কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঠিক ডানপাশে। এ মেলায় নেই নাগরদোলার ঘূর্ণন। নেই বিকিকিনির আহ্বান। আর তো আর রোল, ফুচকা, চপ, মোগলাইয়ের স্বাদে রসনা তৃপ্তিরও উপায় নেই। আছে কেবল জীবন বাঁচানোর অঙ্গীকার। আছে সাবধানতার মহামন্ত্র শিক্ষা৷ মেলার পোষাকি নাম ড্রাইভিং লাইসেন্স মেলা। আর ট্যাগ লাইন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ ‘ সাবধানে চালাও জীবন বাঁচাও। বৃহস্পতিবার সকাল ১০টায় পুরুলিয়া শহরের উপকণ্ঠে এম ভি আই টেস্টিং গ্রাউন্ডে মেলার উদ্বোধন হওয়ার কথা। উদ্বোধন করবেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে মেলা চলবে দু’দিন ধরে।
Post Comment