insta logo
Loading ...
×

আদ্রায় রেল কোয়ার্টারে দুঃসাহসিক চুরি, বাঁকুড়া থেকে ধৃত যুবক

আদ্রায় রেল কোয়ার্টারে দুঃসাহসিক চুরি, বাঁকুড়া থেকে ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

রেল শহর আদ্রায় রেলকর্মীদের আবাসন এলাকায় ঘটে যাওয়া দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। প্রায় এক মাসের অনুসন্ধানের পর অবশেষে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শিবু চিত্রকর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আদ্রা থানার পুলিশ। ধৃতের বাড়ি বাঁকুড়ার হিড়বাঁধ থানার নোয়াডিহি গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, কালীপুজোর রাতে ২০ অক্টোবর মালা মণ্ডল নামের এক রেলকর্মীর পরিবার স্থানীয় প্যান্ডেলে ঠাকুর দেখতে বেরিয়ে যান। যাওয়ার আগে তারা আবাসনের দরজা তালাবন্ধ করে রাখেন। রাতে ফিরে এসে দেখেন স্নানঘরের জানালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেছে দুষ্কৃতীরা। চুরি গেছে সোনা–রুপোর অলংকার সহ কয়েক লক্ষ টাকা মূল্যের সামগ্রী।

ঘটনার পর ২৬ অক্টোবর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নামে আদ্রা থানার পুলিশ। পরপর কয়েকদিন ধরে সম্ভাব্য সন্দেহভাজনদের খোঁজ, স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে একাধিক তথ্য পুলিশের হাতে আসে। সেই সূত্র ধরেই বৃহস্পতিবার রাতে বাঁকুড়া থেকে শিবু চিত্রকরকে গ্রেফতার করা হয়।

শুক্রবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীরা মনে করছেন, একাধিক জায়গায় চুরির ঘটনার সঙ্গে এই অভিযুক্তের যোগ থাকতে পারে। তাই তার কাছ থেকে আরও তথ্য আদায়ের চেষ্টা চলছে।

Post Comment