insta logo
Loading ...
×

থানা পাহারায় সিভিক, আর তার বাড়িতেই চুরি রঘুনাথপুরে

থানা পাহারায় সিভিক, আর তার বাড়িতেই চুরি রঘুনাথপুরে

নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:

আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রাতভর থানায় পাহারা দিচ্ছিলেন এক সিভিক ভলান্টিয়ার। সেই সুযোগকেই কাজে লাগিয়ে তার বাড়িতেই হানা দিল দুষ্কৃতীরা।শনিবার ভোররাতে পুরুলিয়ার রঘুনাথপুর থানার অন্তর্গত চাঁদড়া গ্রামে এই দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার সুকান্ত দিগার শুক্রবার রাতে নিয়মমাফিক নাইট ডিউটিতে ছিলেন। সেই সময়েই তার বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। আলমারি ও ঘরের অন্যান্য জায়গা তছনছ করে তারা নগদ ১০ হাজার টাকা সহ কয়েক লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর অলংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।শনিবার সকালে ডিউটি শেষ করে বাড়ি ফিরে এসে সর্বনাশের বিষয়টি জানতে পারেন ওই সিভিক ভলান্টিয়ার। এরপরই তিনি রঘুনাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment