insta logo
Loading ...
×

সিভিকের কীর্তি

সিভিকের কীর্তি

নিজস্ব প্রতিনিধি, আদ্রা:

সিভিকের কীর্তি! চমকে গেলেন বৃদ্ধ। ঠিক তখন দুপুর দেড়টা। আদ্রা থানার পলাশকোলার অমরেন্দ্রনাথ চ্যাটার্জি আদ্রা স্টেশনের নর্থ বুকিং সেন্টারের কাছে ব্যাংক অফ বরোদার এটিএম কাউন্টার থেকে ৫হাজার টাকা তুললেন। কিন্তু বাড়িতে টাকা নিয়ে যেতে পারলেন না বছর বাষট্টির ওই বৃদ্ধ। তাঁর পকেট থেকে তাঁর অজান্তেই মানিব্যাগটি পড়ে যায়।

পথে মানিব্যাগটি চোখে পড়ে আদ্রা থানার সিভিক ভলেন্টিয়ার চন্দন পরামানিকের। তাতে এটিএম কার্ড ছাড়াও ছিল ৫১৫০ টাকা আর কিছু খুচরো পয়সা। কুড়িয়ে পাওয়া মানিব্যাগ আদ্রা থানায় জমা করে দেন তিনি। মালিকের খোঁজ করতে গিয়ে মেলে অমরেন্দ্রনাথ বাবুর হদিশ। মানিব্যাগ তাঁর হাতে তুলে দেয় পুলিশ। সিভিক ভলেন্টিয়ারের কীর্তিতে এলাকায় উচ্ছ্বসিত প্রশংসা শুরু হয়েছে। আপ্লুত অমরেন্দ্রবাবু নিজেও।

Post Comment